1. [email protected] : Bayezid :
  2. [email protected] : [email protected] :
  3. [email protected] : ICT : ICT

আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইতিহাস

আদর্শ উচ্চ বিদ্যালয়,যতিনেরহাট কুড়িগ্রাম সদর উপজেলার বেলাগাছা ইউনিয়নের সড়া মৌজায় অবস্থিত। অবস্থানগত দিক থেকে বিদ্যালয়টি কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিণ প্রান্তে উলিপুর ও রাজারহাট উপজেলার সন্ধিস্থলে অবস্থিত। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভের পর ১৯৯৯ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং ২০০১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভূক্ত হয়। বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের প্রায় অর্ধেক মেয়ে। বিদ্যালয়টি কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত হলেও এখানকার অধিকাংশ শিক্ষার্থী উলিপুর ও রাজারহাট উপজেলার বাসিন্দা হওয়ায় এবং বিদ্যালয় থেকে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরাধের প্রেক্ষিতে বিদ্যালয়ের তৎকালীন প্রশাসনের প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উলিপুর-বি কেন্দ্রে(দূর্গাপুর উচ্চ বিদ্যালয়) অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার অধিকাংশ বাসিন্দা দরিদ্র হওয়া সত্ত্বেও বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার অনেক শিক্ষার্থী দেশে-বিদেশ বিভিন্ন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে নিজেদের এবং এলাকার আর্থ-সামজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটির জেএসসি এবং এসএসসি ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে জনাব মো: আব্দুর রহমান এবং প্রধান শিক্ষক হিসেবে প্রয়াত মনীন্দ্রনাথ রায় দায়িত্ব পালন করেন। বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী জানব মো: মো: মহসিন আলী শেখ এবং ২০১৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালন করছেন মোছা: খুরসীদা নাসরিন।
প্রধান শিক্ষক সম্পর্কে তথ্য
মোছা: খুরসীদা নাসরিন ১৯৭৬ সালে ৩ অক্টোবর উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৪ সালে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইএসসি পাস করেন। ১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ২য় শ্রেণীতে বিএস-সি ডিগ্রী অর্জন করেন। ২০০০ সালে রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে ২য় শ্রেণীতে বিএড ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং একই বিষয়ে কারমাইকেল কলেজ ,রংপুর থেকে ২য় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।তিনি এ বিদ্যালয়ে ১৯৯৮ সালে সহকারি শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১ মার্চ তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর দুই পুত্র সন্তান রয়েছে। তাঁর বড় পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে কর্মরত এবং ছোট পুত্র জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাঁর স্বামী একজন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং তিনি বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।